ষষ্ঠীর সকালেই বিজন সেতুতে পথ দুর্ঘটনায় জখম হল দুই যুবক। বেপরোয়া গতিতে কসবা থেকে গড়িয়া মোটরবাইকে করে যাচ্ছিল দুই যুবক। বিজন সেতুর ওপর আচমকাই তাঁদের মোটরবাইকটি পিছলে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। তাতেই এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার জেরে রাস্তায় কিছুক্ষণ যান চলাচল থমকে যায়।
আজ সাত-সকালে এক পশলা বৃষ্টি হয়েছিল। তার জেরে রাস্তা পিচ্ছিল ছিল। আর মোটরবাইকের গতি অস্বাভাবিক বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে দুই আরোহী। একজনের মাথা থেঁতলে গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
বুধবার রাতে ঠাকুর দেখে বাড়ি ফিরছিল তারা। সম্ভবত মদ্যপ অবস্থাতেই মোটরবাইক চালাচ্ছিল। যার জেরেই এই দুর্ঘটনা। মোটরবাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে।