এবার ঝাড়খন্ড। প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার পথে আদিবাসী এক কিশোরীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠল। শুক্রবার রাতে বছর বারোর ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়। ঝাড়খণ্ডের দুমকা জেলার এই ঘটনায় পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
দুমকার ঘটনার জেরে প্রতিটি জেলার প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গেও কথা বলেন হেমন্ত সোরেন। এ ধরনের মামলার বিচার যাতে ফাস্ট ট্র্যাক কোর্ট হয়, সে বিষয়ে নির্দেশ দেন।
শুক্রবার বিকেলে প্রাইভেট টিউশনে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল ক্লাস ফাইভের ওই ছাত্রী। রামগঢ় থানা এলাকার চিড়ি গ্রামের কাছে একটি ঝোপের আড়াল থেকে ওই কিশোরী দেহ উদ্ধার হয়।
পুলিশ সুপার অম্বের লাকরা জানান, প্রাথমিক তদন্তের পর পুলিশে ধারণা হয়েছে কিশোরীকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। শনিবার বিকেলের আগেই পুলিশ নিশ্চিত হয়ে যাবে।