বৃহস্পতিবার শারজায় ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭ ওভারের শেষে দুই উইকেটে ১৬১ ছিল পাঞ্জাবের স্কোর। তখন ১৮ বলে দরকার ছিল ১১ রান। কিন্তু, পরের ১৭ বলে আসে মাত্র ১০ রান। শেষ ওভারের পঞ্চম বলে রান আউট হয়ে যান ক্রিস গেল। তখন দু’দলেরই রান সমান ছিল। শেষ বলে পুরান ছয় মেরে জেতান পাঞ্জাবকে। আর তারপরেই প্রশ্ন তুললেন শেওয়াগ।
শেষ বলে নিকোলাস পুরান যদি কিংস ইলেভেন পাঞ্জাবকে জেতাতে না পারতেন, যদি জিতে যেত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, তা হলে সেই দায় কে নিত? প্রশ্ন তুললেন পাঞ্জাবের প্রাক্তন অধিনায়ক ও মেন্টর বীরেন্দ্র শেওয়াগ।
তিনি আরও বলেছেন, “যদি ম্যাচ জেতা ও প্রতিযোগিতা জেতার কথা সত্যিই ভাবতে হয়, তবে নেট রান-রেটের দিকে তাকাতেই হবে। এমন এক সময় আসবে যখন পয়েন্ট সমান থাকলেও নেট রান-রেটের দুর্বল থাকার কারণে ছিটকে যেতে হতে পারে।”