হলদিরাম স্ন্যাক্স প্রাইভেট লিমিটেড সংস্থার নয়ডার অফিসের সার্ভারে হানা দিল অজ্ঞাতপরিচয় হ্যাকাররা। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও নথি ইলোপ করে ৭.৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করল সাইবার দস্যুরা।
সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার তাঁর দায়ের করা অভিযোগপত্রে জানিয়েছেন, সার্ভারের সতর্কবার্তা পেয়ে সঙ্গে সঙ্গে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের তলব করা হয় এবং নয়ডার সেক্টর ৬২-তে অবস্থিত দফতরে খবর পাঠানো হয়।
হলদিরাম নয়ডার ডিজিএম আজিজ খান জানিয়েছেন, ‘দেখা গিয়েছে, সাইবার হানায় নথি চুরির খবর পেয়ে সংস্থার অন্যান্য শাখার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যদিও তার আগেই বেশ কিছু তথ্যচুরি হয়ে যায়। রাত তিনটের মধ্যে সমগ্র কর্পোরেট নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে সাইবার চুরিতে ব্যবহৃত র্যানসমওয়্যার। ঘটনার কথা উল্লেখ করে একটি সাইবার নিরাপত্তা সংস্থায় অভিযোগ দায়ের করা হয়, কিন্তু তত ক্ষণে সমস্ত সংবেদনশীল তথ্য পাচার হয়ে গিয়েছিল।’
গত ১২ ও ১৩ জুলাইয়ের মধ্যবর্তী রাতে সংস্থার সার্ভার এই বিষয়ে সতর্কতা জারি করে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে গত বুধবার নয়ডা সেক্টর ৫৮ থানায় অভিযোগ দায়ের করেছে হলদিরাম স্ন্যাক্স।