দুরন্ত গতিতে ছুটতে ছুটতে হঠাৎ হোঁচট খেয়েছেন বিরাট কোহলিরা। জয়ের হ্যাটট্রিকের পর গত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরে কিছুটা চাপে আরসিবি। সেই ধাক্কা সামলে শনিবার ফের সাফল্যের সরণীতে ফিরতে চায় বেঙ্গালুরু। এই লড়াইয়ে বিরাট বাহিনীর প্রতিপক্ষ স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালস।
রাজস্থান অনেক বেশি বিদেশি নির্ভর দল। কিন্তু স্টিভ স্মিথ, জস বাটলার, বেন স্টোকসদের মেজাজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ ছন্দপতন ঘটেছে সঞ্জু স্যামনসনের খেলায়। মিডল অর্ডারে অবশ্য রিয়ান পরাগ ও রাহুল তেওয়াটিয়া নজর কাড়ছেন। বোলিংয়ে বড় ভরসা জোফ্রা আর্চার।
আইপিএল যত এগোচ্ছে ছন্দে ফিরছেন বিরাট কোহলি। ওপেনার হিসাবে দেবদূত পাদিক্কালও ভালো খেলছেন। বরং অ্যারন ফিনচ নামের প্রতি সুবিচার করতে পারছেন না। আরসিবি’র ব্যাটিংয়ের বড় ভরসা এবি ডি’ভিলিয়ার্স। আরও ধারাবাহিকতা দেখাতে হবে তাঁকে। বোলিংয়ে বড় অস্ত্র স্পিনার যুজবেন্দ্র চাহাল। সঙ্গে পেসার ইসুরু উদানা ও নবদীপ সাইনিও প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে পারেন। দারুণ সার্ভিস দিচ্ছেন অলরাউন্ডার সুন্দরও।
চলতি আইপিএলে প্রথম পর্বে রাজস্থানের বিরুদ্ধে শেষ হাসি হেসেছিল অবশ্য আরসিবি। তবে এবার চাকা ঘোরাতে চায় স্মিথ বাহিনী। যদিও তাদের কাজটা কঠিন। কারণ, ৮টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় ছিনিয়ে নিয়েছে বিরাট বাহিনী। সেই তুলনায় রাজস্থানের অবস্থা মোটেও ভালো নয়। তারা রয়েছে সাত নম্বরে। সমসংখ্যক ম্যাচ খেলে জিতেছে তিনটিতে।