মুম্বই ম্যাচের আগে প্র্যাকটিসে মারমুখী রূপে দেখা গেল রাসেলকে। শুক্রবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও কলকাতা নাইট রাইডার্স তাঁকে এই অবতারেই দেখতে চাইবে নিঃসন্দেহে। প্র্যাকটিসে মারমুখী হয়ে উঠেছিলেন রাসেল। তাই টুইট করল কেকেআর।
প্র্যাকটিসে দুর্দান্ত মেজাজে ব্যাট করে রাসেলের চওড়া হাসিই বলে দিচ্ছিল তিনি কতটা নিশ্চিন্ত। রাসেলকে এমনই মেজাজে সবাই দেখতে চাইবে মুম্বইয়ের বিরুদ্ধে। মুম্বই ম্যাচের আগে টুইটারে রাসেলের ধ্বংসলীলা তুলে ধরল কেকেআর। রাসেল বললেন, “বলগুলো ঠিক ব্যাটের মাঝখানে লাগছিল। সেটাই গুরুত্বপূর্ণ। মনে হচ্ছে সব আগের মতো হচ্ছে। ভাল লাগছে।”