মেদিনীপুরের দাঁতনে এবার তৃণমূলের পার্টি অফিসে বোমা মারার অভিযোগ উঠল বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে। দাঁতন ২ নম্বর ব্লকের আমরদা এলাকায় একটি পার্টি অফিস রয়েছে তৃণমূলের। তৃণমূলের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় কিছু বিজেপির কর্মী মদ্যপ অবস্থায় এসে পার্টি অফিসে বোমা ছোড়ে। দলের পতাকাও ছিঁড়ে দেয় তাঁরা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধে থেকে অশান্তির সূত্রপাত। ভোররাত পর্যন্ত দফায় দফায় দু’দলের কর্মী-সমর্থকদের মধ্যে গন্ডগোল চলে।
এরপর ভোররাতে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তারপরেই তেতে ওঠে গোটা এলাকা। বেলদা থানা ও জড়াগেড়িয়া ফাঁড়ির বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এরপর আজ সকাল থেকেই ওই এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। এলাকায় উত্তেজনা থাকায় এখনও মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।
হরিহর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেতা মিলন দাস বলেন, ‘‘গত লোকসভা ভোটের পর থেকেই গোটা রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বিজেপি। দাঁতনেও বারবার অশান্তি করছে তাঁরা। শুক্রবার ভোরে আমাদের পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। দলের পতাকা ছিঁড়ে দেয়। আমাদের কর্মী সমর্থকরা বাধা দিলে তাঁদের উপর চড়াও হয়।’’