অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর থেকেই গোটা দেশের নিশানায় রয়েছে বলিউড। নেটিজেনদের মধ্যে অনেকেই বলিউড সিনেমা বয়কটের ডাক দিয়েছিলেন। তবে এবার বলিউডের পাশে দাঁড়ালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। স্পষ্ট জানিয়ে দিলেন যাঁরা চেষ্টা করছেন হিন্দি চলচ্চিত্র জগতকে শেষ করে দিতে কিংবা মুম্বই থেকে একে সরিয়ে নিয়ে যেতে, তাদের এই উদ্দেশ্যকে কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউড নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। বিভিন্ন বিতর্কে জড়িয়েছে একাধিক তারকার নাম। তদন্তে নেমেছে সিবিআই, নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর এই সব কিছুর মধ্যে বারবার ক্ষতবিক্ষত করা হয়েছে বলিউডকে।
মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দফতর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “ফিল্ম ইন্ডাস্ট্রিকে শেষ করে দেওয়া অথবা সরিয়ে নিয়ে যাওয়ার যে চক্রান্ত চলছে, তা সহ্য করা হবে না।” তিনি এও বলেন, মুম্বই শুধুমাত্র দেশের অর্থনৈতিক রাজধানীই নয়, বিনোদন রাজধানীও বটে। উদ্ধবের কথায়, “সারা দুনিয়ায় বলিউডের কদর রয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রি অসংখ্য মানুষের রোজগারের জায়গা। গত কয়েকদিনে নানা ভাবে চেষ্টা করা হয়েছে কিছু স্তর থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির সুনাম খারাপ করার। এটা খুবই বেদনাদায়ক।”