কারচুপি করে টিভি চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য ইতিমধ্যেই অভিযুক্ত হয়েছে অর্ণব গোস্বামীর রিপাবলিক টিভি। সেই কারচুপির অভিযোগের জেরে এবার সক্রিয় হল রেটিং সংস্থা ‘ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল’ (বার্ক)। সংস্থার তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, আগামী তিন মাসের জন্য অভিযুক্ত টিভি চ্যানেলগুলির সাপ্তাহিক রেটিং ব্যবস্থা মুলতুবি রাখা হবে।
বিএআরসি-র এক আধিকারিক এ দিন বলেন, ‘‘কয়েকটি সংবাদ চ্যানেলের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে রেটিং বাড়ানোর অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে সাপ্তাহিক টিআরপি মূল্যায়ন ব্যবস্থায় কোনও ফাঁকফোকর আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বর্তমান পদ্ধতিতে কোনও ত্রুটি রয়েছে কি না, কোনও পরিবর্তনের প্রয়োজন কি না, তা-ও পর্যালোচনা করা হবে। এর জন্য কমপক্ষে ৮ থেকে ১০ সপ্তাহ সময় লাগবে।’’
বিএআরসি-র তরফে একটি বিবৃতিতে বলা হয়, “হিন্দি, ইংরেজি, আঞ্চলিক ভাষার সংবাদ এবং ব্যবসা সংক্রান্ত খবরের চ্যানেলগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত আজ থেকেই চালু করা হয়েছে। বিএআরসি এই সময়ের মধ্যে আলাদা ভাবে ওই চ্যানেলগুলির রেটিং প্রকাশ করবে না। তবে সামগ্রিক ভাবে রাজ্য ও ভাষার ভিত্তিতে আনুমানিক দর্শকের সংখ্যা প্রকাশ করা হবে।” বিএআরসি-র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে টিভি চ্যানেলগুলির সংগঠন ‘নিউজ ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশন’ও।