বিশ্বজুড়ে মহামারীর প্রকোপ। ভ্যাকসিনের আশায় দিন গুনছে মানুষ। কিন্তু এই অসম লড়াইয়ে অতিমারীর বিরুদ্ধে হোঁচট খেল বিজ্ঞান। নিরাপত্তার কারণে ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করে দেওয়া হল দুটি কোভিড ভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত পর্ব। হোঁচট খেল বিজ্ঞানের লড়াই।
মঙ্গলবার হাসপাতালে ভরতি সংক্রমিত রোগীদের উপরে নির্ধারিত কৃত্রিম পদ্ধতিতে তৈরি অ্যান্টিবডি চিকিৎসার তৃতীয় পর্যায়ের ট্রায়াল স্থগিত রাখার সিদ্ধান্ত নিল মার্কিন ফার্মাকিউটিক্যাল সংস্থা এলি লিলি। জানা গিয়েছে, স্বেচ্ছাসেবীদের মধ্যে অজানা অসুস্থতা দেখা দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে অংশগ্রহণকারী এক স্বেচ্ছাসেবীর মেরুদণ্ডে প্রদাহের জেরে আচমকা পরীক্ষা পর্বে ইতি টানে নির্মাতা সংস্থা অ্যাস্ট্রা জেনেকা। তবে পরে সারাবিশ্বে সেই ভ্যাক্সিনের ট্রায়াল ফের চালু করা হলেও আমেরিকায় তা এখনও বন্ধ রয়েছে। কারণ সম্পর্কে অবশ্য কিছু ব্যাখ্যা করেনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।