গত বছরই স্ত্রী ফরাসি বংশোদ্ভুত এস্থার ডাফলো এবং মার্কিন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারের সঙ্গে অর্থনীতিতে যৌথভাবে নোবেল জিতেছিলেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এবার নিলাম তত্ত্ব নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে চলতি বছরে অর্থনীতিতে নোবেল জিতলেন দুই মার্কিন অর্থনীতিবিদ পল আর. মিলগ্রোম এবং রবার্ট বি. উইলসন। নিলাম তত্ত্বের উন্নতি এবং নতুন নিলাম বিন্যাস উদ্ভাবনের জন্য যৌথভাবে নোবেল দেওয়া হচ্ছে তাঁদের।
প্রসঙ্গত, মূল নোবেল পুরষ্কারের সরাসরি অংশ না হলেও অর্থনীতিতে নোবেল পুরষ্কার রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসই দিয়ে থাকে। আনুষ্ঠানিকভাবে এ পুরস্কারের নাম, ‘আলফ্রেড নোবেল স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে ভেরিজ রিক্সব্যাংক পুরষ্কার’। সোমবার রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস চলতি বছরের পুরষ্কার প্রাপকদের নাম ঘোষণা করে।
নোবেল কমিটি এক বিবৃতিতে জানায়, মৌলিক গবেষণা কীভাবে পরবর্তীকালে সমাজের কাজে লাগার মতো উদ্ভাবনগুলোর জন্ম দিতে পারে, নতুন নিলাম বিন্যাসগুলো (নিউ অকশন ফরম্যাট) তার একটি চমৎকার উদাহরণ। এই উদাহরণের অভিনব বৈশিষ্ট্য হলো একই মানুষদের বিকাশ ঘটানো তত্ত্ব ও সেটির ব্যবহারিক প্রয়োগ। নিলাম ঘিরে এই দুই নোবেল লরিয়েটসের অভিনব গবেষণা বিক্রেতা, ক্রেতা ও সর্বোপরি সমাজের জন্য বিরাট উপকার বয়ে এনেছে।
উল্লেখ্য, অর্থনীতিবিদ পল আর. মিলগ্রোমের জন্ম ১৯৪৮ সালের ২০ এপ্রিল, যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট শহরে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার জেনেভা শহরে ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন অর্থনীতিবিদ রবার্ট বি. উইলসন। তারা দুজনই বর্তমানে ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক।