প্রত্যাশামতোই ফরাসি ওপেনের মুকুট উঠল রাফায়েল নাদালের মাথায়। রবিবার ফাইনালে বিশ্বের একনম্বর নোভাক জকোভিচকে ৬-০, ৬-২, ৭-৫ সেটে হারিয়ে সর্বাধিক ১৩বার ফরাসি ওপেন জিতলেন রাফা নাদাল। টানা চারবার রোলা গারোঁয় সেরা হলেন তিনি। একইসঙ্গে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের পরিসংখ্যানে (২০) কিংবদন্তি রজার ফেডেরারকে স্পর্শ করলেন নাদাল।
পছন্দের ক্লে কোর্টে এদিন ম্যাচের শুরু থেকেই ঝড় তুলেছিলেন রাফায়েল নাদাল। রবিবার একেবারে রাজকীয় মেজাজে শুরু করেন বিশ্ব টেনিসে ক্লে কোর্টের অঘোষিত সম্রাট।
প্রথমে সেটে ‘কিং অব ক্লে’ যেভাবে খেললেন তাতে মনেই হল না তাঁর বিপক্ষে রয়েছেন বিশ্বের একনম্বর প্লেয়ার নোভাক জকোভিচ। বরং মনে হল, কোনও অবাছাই প্লেয়ারের বিরুদ্ধে খেলতে নেমেছেন নাদাল। প্রথম সেটে লাল সুরকির কোর্টের ধুলো উড়িয়ে ৬-০ গেমে জকোভিচকে চূর্ণ করার পর মনেই হল না নাদাল এমন কিছু করেছেন! বরং সর্বকালের অন্যতম সেরা বাঁ হাতি প্লেয়ারের শারীরিক ভাষায় প্রকাশ পেল, এটাই তো হওয়ার ছিল। তখন উচ্ছ্বাসকে দমিয়ে আরও বড় ঝড় তোলার পূর্বাভাস দিলেন তিনি। প্রথম সেটে জকোভিচের সবকটি সার্ভিস ভেঙে পয়েন্ট ছিনিয়ে নেন বিশ্বের দু’নম্বর নাদাল। বিগত কয়েক বছরে কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনালের প্রথম সেটে বিশ্বের একনম্বর প্লেয়ার এভাবে দুরমুশ হননি।
এদিন জয়ের পর স্প্যানিশ তারকা বলেন, ‘রোলা গাঁরোয় খেলা আমার কাছে সবসময় আলাদা অনুভূতি। এখানে যেভাবে উৎসাহ পাই, তা অন্য কোথাও পাই না। তাই এখানে খেলতে নামার আগে সবসময় আমার মনোবল তুঙ্গে থাকে। রজার ফেডেরারের রেকর্ড স্পর্শ করা একটা আলাদা অনুভূতি। যা ভাষায় প্রকাশ করা যাবে না।’