উপত্যকায় সোমবার সকালে জঙ্গীদমনে ফের সাফল্য পেল যৌথবাহিনী। গুলির লড়াইয়ে শ্রীনগরে নিকেশ হল দুই জেহাদি। তাদের মধ্যে একজন সেপ্টেম্বরে সিআরপিএফ জওয়ানদের উপর হওয়া হামলায় যুক্ত ছিল।
সেনা সূত্রে খবর, রামবাগে জঙ্গীদের গা-ঢাকা দেওয়ার নির্দিষ্ট তথ্য ছিল। সেই খবরের উপর ভিত্তি করে এদিন সকাল থেকে তল্লাশি শুরু করে যৌথবাহিনী। জওয়ানদের উপস্থিতি টের পেয়েই এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা। পালটা জবাব দেয় যৌথবাহিনীও।
প্রতিমুহূর্তে জম্মু ও কাশ্মীরে নাশকতা চালানোর চেষ্টা করছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গীরা। কিন্তু, ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির তৎপরতার কারণে জঙ্গি হামলার সমস্ত চেষ্টাই ব্যর্থ হচ্ছে ভূস্বর্গে। শনিবার দুপুরে দুই জঙ্গীকে খতম করে নিরাপত্তারক্ষীরা।