গত জুনেই করোনায় আরটিপিসিআর টেস্টের খরচ কমিয়ে দিয়েছিল রাজ্য সরকার। সেই সময় থেকেই খরচ ২২৫০ টাকায় বেধে দেওয়া হয়েছিল। তবে আজ, নবান্নে মুখ্যসচিবের ঘোষণার পরে সেই খরচ অনেকটাই কমে গেল। এখন থেকে সেই টেস্টের জন্য ১৫০০ টাকার বেশি নেওয়া যাবে না।
রাজ্যে করোনার সংক্রমণ বাড়ছে। সেই কারণে কোভিড হাসপাতালগুলিতে বেডের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে এদিন জানিয়েছেন বাংলার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। দিন কয়েকের মধ্যেই বাঙুর হাসপাতালে বেড বাড়ছে ৫৬ টি। আর রাজ্যজুড়ে প্রায় ৫০০ টি বেড বাড়ানো হচ্ছে। যে বেড বাড়ছে তার অর্ধেক এইচডিইউ বলে জানিয়েছে রাজ্য সরকার।
এছাড়াও, এদিন রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কোভিড হাসপাতালগুলিতে অ্যাম্বুলেন্সের খরচ কমাতে হবে। হাসপাতালগুলিতে রোগী নিয়ে যেতে বারবার হয়রানির শিকার হচ্ছেন রোগীর পরিজনরা। ১ কিমি যেতে ১ হাজার টাকা ভাড়া চাওয়ার অভিযোগও নতুন নয়। সেক্ষেত্রে রাজ্য সরকারের এই উদ্যোগ ভীষণই তাৎপর্যপূর্ণ।
এর পাশাপাশি রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে পুজোয় স্বাস্থ্য দফতরের ছুটি বাতিল করা হয়েছে। ৭ দিন ২৪ ঘন্টা সর্বক্ষণের জন্য খোলা থাকবে স্বাস্থ্যভবন। এছাড়াও রাজ্য জানিয়েছে, হাসপাতালগুলিতে নতুন করে ২৪৭৫ জন নার্স নিয়োগ করা হবে। আগামী কিছুদিনের মধ্যেই এই নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।