করোনা সংক্রমণের জেরে এ বছর অনেকেই নিট পরীক্ষা দিতে পারেননি। সেই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইউজিসিকে। তাই এবার ফের সেই পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিল সুপ্রিম কোর্ট। ১৪ অক্টোবর তাঁরা পরীক্ষায় বসতে পারবেন। ১৩ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবরে অনুষ্ঠিত উভয় নিট পরীক্ষার ফলাফলই ১৬ অক্টোবর প্রকাশিত হবে।
প্রসঙ্গত, সোমবার নিট ২০২০ ফলাফল প্রকাশিত হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। করোনা সংক্রমণের মধ্যেই বহু রাজ্যের আপত্তি সত্ত্বেও ১৩ সেপ্টেম্বর দেশজুড়ে নিট ২০২০ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা-সহ বিভিন্ন রাজ্য সরকারের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নির্দিষ্ট দিনেই পরীক্ষা নেওয়া হবে। করোনার জন্য শিক্ষার্থীদের এক বছর নষ্ট করার কোনও অর্থ হয় না, এমনটাই বক্তব্য ছিল শীর্ষ আদালতের।
তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর দেশজুড়ে ৩৮০০-এর বেশি কেন্দ্রে ৯০ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। এনটিএ জানায়, নিট ২০২০ পরীক্ষায় ৮৫ থেকে ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতির কারণে সমস্ত স্বাস্থ্য ও সুরক্ষা বিধি মেনেই পরীক্ষা নেওয়া হয়। তবুও সেইসময় অনেকেই পরীক্ষা দিতে পারেননি। এবার তাঁদেরকে ফের একবার সুযোগ দিলো সুপ্রিম কোর্ট।