নিয়ম মেনে যেন কিছুই করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা চিকিৎসা চলাকালীন তিনি হাসপাতাল ছেড়ে বেড়িয়ে পড়েছিলেন ঘুরতে! এবার করোনা মুক্ত হওয়ার আগেই হাসপাতাল ছেড়ে বাড়ি চলে এলেন তিনি।
হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। করোনা আক্রান্ত হওয়ার ৩ দিনের মধ্যে হাসপাতাল ছাড়ায় প্রবল সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের মেডিক্যাল টিম জানিয়েছে, পুরোপুরি সুস্থ না হলেও বাড়ি ফেরার মত অবস্থায় রয়েছেন তিনি। ১৫ অক্টোবর প্রেসিডেন্টশিয়াল ডিবেট বৈঠকেও অংশ নিতে পারেন ট্রাম্প। তবে পুরোপুরি করোনামুক্ত না হয়েও ফের মাস্ক ছাড়া অবাধে ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত মোটেই ভালো ভাবে নিচ্ছেন না তাঁর বিরোধীরা।
ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওয়াল্টার রিড আর্মি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। একই সময়ে, মেলানিয়া হোয়াইট হাউসে আইসোলেশনে রয়েছেন। ট্রাম্প শুক্রবার করোনার পজিটিভ বলে জানান। একটি ট্যুইটের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে, তিনি ও তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত। তিনি লিখেছিলেন যে, তাঁর এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনার পরীক্ষা পজিটিভ রিপোর্ট এসেছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, ট্রাম্প ক্লান্ত বোধ করছেন তবে তিনি আশাবাদী দ্রুত সেরে উঠবেন।
সোমবারই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছিলেন ট্রাম্প। তার কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতাল থেকে আচমকা বেরিয়ে পড়েন ট্রাম্প। টুইটারে প্রকাশিত এক ভিডিয়োয় ট্রাম্পকে বলতে দেখা যায়, “কোভিডের চিকিৎসা চলাকালীন অনেক কিছুই শিখলাম, জানলাম। এটাই আসল বিদ্যালয়। বিষয়টি ভাল ভাবে হবে।”