সংসদের দুই কক্ষে পাস হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরের সঙ্গে সঙ্গে কৃষি বিল আইনে পরিণত হয়েছে। তবে এই বিলকে কেন্দ্র করে কৃষক ও বিরোধীদের মধ্যে আন্দোলন জারি রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা-সহ দেশের একাধিক জায়গায় জোর কদমে চলছে কৃষক বিক্ষোভ।
কোমর বেঁধে রাস্তায় নেমে পড়েছে কংগ্রেসও। এবার পাতিয়ালা সার্কিট হাউসে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় সরকারের নেওয়া নীতির তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মূলত কৃষকদের দুরাবস্থার কথাই তিনি বলেন। তিনি জানান, নরেন্দ্র মোদী এই কৃষিবিল এনে কৃষকদের একেবারে ধ্বংস করে দিলেন। মোদীজি আগেই ছোট দোকানদার ও ছোট ব্যবসায়ীদের রুটি-রুজি নষ্ট করেছেন। এ বার তিনি দেশের খাদ্যসুরক্ষাকে বানচাল করে দিয়ে বড় বড় ব্যবসায়ীদের হাত শক্ত করলেন।