দেশজুড়ে সাধারণ মানুষ ধিক্কার জানাচ্ছে হাথরসের ঘটনাকে। উত্তাল উত্তরপ্রদেশের রাজনীতি। এর মধ্যেই আরও এক ভয়াবহ ধর্ষণ ঘটনা সেই যোগীরাজ্যেই। ধর্ষিতার বয়স ৬। মঙ্গলবার দিল্লীর এক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়েছে।
লখনউ থেকে ৪০০ কিলোমিটার দূরে কোতোয়ালি সাদাবাদ থানার অন্তর্গত এক প্রত্যন্ত গ্রাম জাতোই। সেখানেই দশদিন আগে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরিবারের তরফে শিশুটিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিল্লীর এক বেসরকারি হাসপাতালে এদিন শিশুটির মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুর পরেই বিক্ষোভ শুরু করে তার পরিবার। তাঁদের অভিযোগের আঙুল আলিগড় পুলিশের দিকে। অনেকটা হাথরস কাণ্ডের মতোই পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ আনছেন তাঁরা। রাস্তা আটকে চলছে অবরোধ। তাঁরাও বলছেন যতক্ষণ না সুবিচার পাওয়া যাবে মৃতদেহ দাহ করা হবে না।
প্রসঙ্গত গতকালই সংবাদ শিরোনাম হয় যোগীরাজ্যের আরও এক ধর্ষণের ঘটনা। নেপালি এক তরুণী ধর্ষণের পরে ৮০০ কিলোমিটার দূরে গিয়ে অভিযোগ জানাতে বাধ্য হন। এদিকে হাথরস কাণ্ডে তদন্তে নেমেছে ইডি। ষড়যন্ত্রের জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে চারজনকে।