আন্দ্রে রাসেল ও ইয়ন মর্গ্যানের আগে ব্যাট করতে নেমে ভুল করছেন দীনেশ কার্তিক। ব্যাটিং অর্ডারে এভাবে উপরের দিকে আসা যে কার্তিকের একদমই উচিত হয়নি, তা এবার সাফ জানিয়ে দিলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর। একইদিনে শ্রীসন্তেরও একটি টুইট মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, ‘‘কলকাতাকে নেতৃত্ব দেওয়া উচিত ইয়ন মর্গ্যানের। কার্তিকের নয়। এক বিশ্বকাপজয়ী অধিনায়ককেই এত বড় দায়িত্ব দেওয়া উচিত। ধোনি, রোহিত অথবা বিরাটের মতোই কলকাতার একজন নেতা চাই, যে সামনে থেকে নিজের দলকে নেতৃত্ব দেবে।’’
প্রসঙ্গত, প্রথম দুই ম্যাচে রাসেল ও মর্গ্যানের আগে ব্যাট করতে আসেন কার্তিক। ব্যর্থ হওয়ায় তৃতীয় ম্যাচ থেকে রাসেলকে তিনি উপরে পাঠিয়ে নিজে আসেন মর্গ্যানের আগে। ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে চার ম্যাচে মাত্র ৩৭ রান (৩০, ০, ১, ৬) জড়ো হয়েছে অধিনায়কের ঝুলিতে। অন্য দিকে চার ম্যাচে মর্গ্যানের রান ১৩৬। তারপরই এক ক্রিকেট ওয়েবসাইটকে গম্ভীর বলেছেন, ‘‘রাহুল ত্রিপাঠীর আরও উপরে ব্যাট করা উচিত। নারাইনের নেমে আসা উচিত আট নম্বরে। এর পাশাপাশি রাসেল ও মর্গ্যানের পরে ব্যাট করতে আসা উচিত কার্তিকের। যদি মর্গ্যানকে চার নম্বরে পাঠানো হয়, তা হলে পাঁচ নম্বরে আসুক রাসেল। তাদের পরে নামুক কার্তিক।’’
ইয়ন মর্গ্যান যদিও নিজের ব্যাটিং অর্ডার নিয়ে ক্ষুব্ধ নন। তিনি বলেছেন, ‘‘উপরের দিকে এত ম্যাচউইনার আছে যে আমাকে পিছনে নামতেই হচ্ছে। তাতে কোনও সমস্যা নেই।’’ তবে কার্তিকের জবাব, ‘‘পরের ম্যাচে নারাইন ওপেন করবে কি না তা সিদ্ধান্ত নেওয়া হবে কোচের সঙ্গে আলোচনা করে।’’ এদিকে নারাইনের পরিবর্তে শুভমনের সঙ্গে ত্রিপাঠী ওপেন করার সুযোগ পান কি না, সেটাই দেখার। গত ম্যাচে ত্রিপাঠীর ঝোড়ো ৩৬ রানের ইনিংসে মুগ্ধ স্বয়ং শচীনও। ম্যাচ শেষে শচীন টুইট করে বলেছেন, ‘‘খুব ভাল ব্যাট করেছে ত্রিপাঠী। নীতীশ রানা ও মর্গ্যানের ইনিংসও বেশ ভাল।’’