হাথরাসে মৃত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা, রাহুল গান্ধীরা। সীমান্তে পৌঁছাতেই দিল্লী-নয়ডা ফ্লাইওয়েতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান কংগ্রেস সমর্থকরা। তখনই একটি ছবি ক্যামেরায় ধরা পড়ে। তাতে কাঁধের কাছে প্রিয়াঙ্কার পোশাক ধরে টানতে দেখা যায় এক পুরুষ পুলিশকর্মীকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে পুলিশের ভূমিকা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছিল। সেই ঘটনার পর ক্ষমা চাইল নয়ডা পুলিশ। একইসঙ্গে তদন্তের নির্দেশ দেওয়া হল।
একটি টুইটবার্তায় নয়ডা পুলিশের তরফে বলা হয়, ‘ডিএনডি ফ্লাইওয়েতে বেয়াদপ জনতাকে সামলানোর সময় যে ঘটনা হয়েছে, তার জন্য গভীরভাবে অনুশোচনা প্রকাশ করছে নয়ডা পুলিশ। সেই ঘটনায় নয়ডার ডিসিপি স্বতঃপ্রণোদিত উদ্যোগ নিয়েছেন এবং একজন সিনিয়র মহিলা পুলিশ আধিকারিককে সেই ঘটনার তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মহিলাদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার বিষয়ে নয়ডা পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ।’