প্রথম দিন হাথরসে নির্যাতিতার যাওয়ার পথে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে হেনস্থা করেছিলেন এক পুলিশ কর্মী। এ নিয়ে এবার তীব্র নিন্দা করলেন মহারাষ্ট্রের বিজেপি নেত্রী। গত বছরই কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়া চিত্রা ওয়াঘ টুইটারে লেখেন, একজন পুরুষ পুলিশ কর্মীর মহিলা রাজনৈতিক নেত্রীর গায়ে হাত দেওয়ার সাহস পায় কী করে?
প্রসঙ্গত, রাহুল গান্ধীকে নিয়ে হাথরাসে নির্যাতিতার বাড়ি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সেই সময়ের একটি ছবি ভাইরাল হয়, যাতে দেখা গিয়েছে কংগ্রেস নেত্রীর কুর্তি ধরে টানছেন পুরুষ পুলিশ কর্মী, যা নিয়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছে।
এ নিয়ে পুলিশের নিন্দা করে চিত্রা টুইট করেন, ‘কীভাবে একজন পুরুষ পুলিশ কর্মী একজন রাজনৈতির নেত্রীর পোশাকে হাত দিতে পারে? এত সাহস হয় কী করে? পুলিশের নিজের সীমা মনে রাখা উচিত।’ তিনি আরও লেখেন, ‘যোগী আদিত্যনাথজদি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করেন। ওঁর পুলিশ কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিৎ।’ স্বাভাবিকভাবেই খোদ বিজেপি নেত্রীর এ হেন সমালোচনায় বেজায় অস্বস্তিতে পড়েছে যোগী প্রশাসন।