রবিবার, ছুটির দিনে জোড়া অঘটন ঘটল ইপিএলে। অবিশ্বাস্য বড় ব্যবধানে একইদিনে হেরে গেল লিভারপুল আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো বড় দু’টি ক্লাব। গত বারের চ্যাম্পিয়ন লিভারপুলকে ৭-২ গোলে হারাল অ্যাস্টনভিলার মতো ক্লাব। আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে বহিষ্কৃত হওয়ার দু’বছর পরেই জবাব দিলেন হোসে মোরিনহো। রেড ডেভিলসের স্টেডিয়াম ওল্ড ট্র্যাফোর্ডেই পর্তুগিজ ম্যানেজারের নতুন ক্লাব টটেনহ্যাম হটস্পার ৬-১ গোলে উড়িয়ে দিল ওয়ে গুন্নার সোলসারের ম্যান ইউকে।
গতকালের ম্যাচে টটেনহ্যামের হয়ে জোড়া গোল করলেন দু’জন। কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং-মিন ও হ্যারি কেন। টটেনহ্যামের অন্য দুই গোলদাতা টঙ্গি ডম্বেলি ও সার্জ অরিয়ে। দাপট নিয়ে জিতলেও এই ম্যাচে প্রথম গোল ম্যান ইউ করেছিল। ম্যাচ শুরুর মাত্র ২ মিনিটেই পেনাল্টি থেকে ১-০ করেন ব্রুনো ফের্নান্দেস। কিন্তু ঠিক তার ২ মিনিটের মধ্যে গোল শোধ করে দেয় টটেনহ্যাম। ম্যাচের বাকি সময় পল পোগবাদের কার্যত খুঁজে পাওয়া যায়নি। মোরিনহোর ফুটবলারদের সুবিধে হয়, ২৮ মিনিটে ম্যান ইউয়ের অ্যান্থনি মার্সিয়াল লাল কার্ড দেখায়।
এদিকে লিভারপুলের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন অ্যাস্টনভিলার ওলি ওয়াটকিন্স। জোড়া গোল করেন জ্যাক গ্রিলিশ। একটি করে গোল করলেন জন ম্যাকগিন ও রোজ বার্কলে। লিভারপুলের হয়ে দু’টি গোলই করেন মহম্মদ সালাহ। অন্যদিকে, ইএফএল কাপে লিভারপুলকে হারিয়ে চমকে দেওয়ার পরে রবিবারও জয় পেল আর্সেনাল। ইপিএলে ঘরের মাঠে তারা শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারাল। সঙ্গে অঘটন ঘটিয়েছে ওয়েস্ট হ্যাম। তারাও লেস্টার সিটিকে ৩-০ হারিয়েছে।