নিয়ম ভাঙতেই সিদ্ধহস্ত তিনি। তাই তো করোনা আক্রান্ত হয়েও, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাড়ির ভিতর থেকেই হাত নাড়লেন তাঁর জন্যে হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা সমর্থকদের উদ্দেশে। আর এর পরেই উঠল সমালোচনার ঝড়। ওয়াশিংটনের ওয়াল্টার রিড মিলিটারি মেডিকাল সেন্টারের বাইরে বুলেটপ্রুফ গাড়িতে চেপেই বেরোলেন মাস্কে মুখ ঢাকা ট্রাম্প।
শুক্রবার করোনা আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়া ট্রাম্প। মেলানিয়ার মৃদু উপসর্গ থাকলেও হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টকে অক্সিজেন দিতে হয়েছিল। এরপরই তাঁকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে ভরতি করা হয়। কিন্তু রবিবার আচমকাই বেরিয়ে পড়েন ট্রাম্প। নিজের গাড়িতে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেন। সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।
ট্রাম্পের এই দায়িত্বজ্ঞানহীন আচরণে প্রশ্ন উঠল তাঁর বিচারবুদ্ধি নিয়েও। বিশেষজ্ঞদের মত, করোনা আক্রান্ত হয়ে চিকিত্সাধীন থাকাকালীন এভাবে বাইরে বেরিয়ে নিজের সরকারের তৈরি করা জনস্বাস্থ্য নিয়মবিধি ভঙ্গ করলেন মার্কিন প্রেসিডেন্ট। এর ফলে তিনি বিপদের মুখে ঠেলে দিলেন রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কর্মীদের স্বাস্থ্যও। এর আগেও বেশ কয়েকবার করোনা প্যানডেমিক সংক্রান্ত ভুল তথ্য দেওয়া এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘন করার জন্যে কটাক্ষের শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিন সমর্থকদের সঙ্গে সাক্ষাতে বেরোনোর আগে একটি ভিডিও প্রকাশ্যে আসে ট্যুইটারে যেখানে তাঁকে বলতে শোনা যায়, এখন তিনি কোভিড সম্পর্কে অনেক কিছু জানেন, কারণ নিজেই স্কুলে ভর্তি হয়েছেন। অর্থাত্ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় কোভিড সম্পর্কে আগের চেয়ে স্পষ্ট ধারণা হয়েছে তাঁর। কিন্তু এই ধরনের আচরণকে মোটেই সমর্থন করতে পারেননি স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, প্রেসিডেন্টের এই আচরণ দেখলেই বোঝা যায় করোনা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা তৈরি হয়নি তাঁর।