করোনা আক্রান্ত হয়েছেন দক্ষিণ মালদার সাংসদ তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু হাসেন খান চৌধুরী। হাসপাতালে ভর্তি তিনি। তাঁর অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কম বলে হাসপাতাল সূত্রে খবর।
জানা গিয়েছে, সপ্তাহ খানেক আগে করোনার উপসর্গ ধরা পড়ে আবু হাসেম খান চৌধুরীর শরীরে। তারপরেই কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই তাঁর অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে বলে জানা গিয়েছে। তাই বাধ্য হয়েই আইসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে।
হাসপাতাল সূত্রে খবর, কংগ্রেস সাংসদের শরীরে অক্সিজেনের মাত্রা খুবই কমে গিয়েছে। তাই এই মুহূর্তে তাঁর অক্সিজেনের দরকার। সেই কারণে হাইফ্লো-অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। আবু হাসেমের চিকিৎসার জন্য ডাক্তারদের একটি দল তৈরি করা হয়েছে। তাঁরাই কংগ্রেস সাংসদের দিকে ২৪ ঘণ্টা নজর রাখছেন বলে জানিয়েছে হাসপাতাল। আবু হাসেমের শারীরিক অবস্থার উন্নতি করার চেষ্টা করছেন তাঁরা।
পিয়ারলেস হাসপাতালের মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট ডাক্তার সুদীপ্ত মিত্র জানিয়েছেন, ‘সাত দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। অবস্থা সংকটজনক। আইসিইউতে রাখা হয়েছে। কোভিডে আক্রান্ত তিনি। শরীরে অক্সিজেনের মাত্রা অনেক কমে গিয়েছে। এখনও ভেন্টিলেটর সাপোর্টের দরকার হয়নি। দরকার হলে দেওয়া হবে।’