বিজেপি-কে ‘দলিত বিরোধী’ আখ্যা দিয়ে এবার মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটে হাথরাস কাণ্ডের প্রতিবাদ জানান তিনি। উত্তরপ্রদেশে দলিতদের ওপর অকথ্য অত্যাচার এবং হাথরাসে নির্যাতিতার সঙ্গে যে অমানবিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে গতকালই কলকাতায় মিছিলও করেছেন মুখ্যমন্ত্রী। করেন প্রতিবাদ সভাও। এরপরই আজ, তিনি টুইট করেও এর বিরুদ্ধে সরব হলেন।
তিনি এদিনের টুইটে লিখেছেন, “বিজেপি শাসিত রাজ্যগুলিতে দলিতদের ওপর অত্যাচারের কথা আজ সবারই জানা। সে সব আর গোপন নেই। ওই দলের দলিত বিরোধী নীতি আজকের তারিখে এবং এই যুগে জাতপাতের রাজনীতিকে প্রশ্রয় দেয়। তাঁদের (দলিত সম্প্রদায়ের মানুষের) কষ্ট বিজেপি এবং এই দলের নেতাদের কখনওই শান্তিতে থাকতে দেবে না।”
এরপরই তিনি টুইটে হিন্দি ভাষায় দুই লাইনের একটি প্রতিবাদী ছড়াও লিখেছেন। সেখানে লিখেছেন, “দলিতদের যারা সর্বনাশ করছে, সেই বিজেপি ধ্বংস হয়ে যাবে।” এর মাধ্যমে গোটা দেশকেই হাথরাস কাণ্ড এবং বিজেপির নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ করার নতুন বার্তা দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।