হাথরসের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। হাথরসে গিয়ে নির্যাতিতার পরিবারের পাশে থাকতেই তাঁদের এই সফর। তার আগেই সীমানা সিল করে দিয়েছে যোগী প্রশাসন। এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।
উত্তরপ্রদেশের হাথরসে দু-সপ্তাহ আগে গণধর্ষণের শিকার হয়েছিলেন বছর উনিশের দলিত তরুণী। মঙ্গলবার দিল্লীর এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। যোগীর পুলিশের বিরুদ্ধেই উঠেছে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ। গভীর রাতে তড়িঘড়ি কেন নির্যাতিতার দেহ সত্কার করা হল, সে প্রশ্নে জেরবার যোগী প্রশাসন।
হাথরসে গণধর্ষণকাণ্ডের পরই দেশ জুড়ে বিক্ষোভ-মিছিল করে সোচ্চার হয়েছে বিরোধী থেকে আমজনতা। বিশৃঙ্খলার আঁচ পেয়ে এদিন রাজ্যের সীমানায় সিল করার সিদ্ধান্ত নেয় যোগী প্রশাসন। হাথরস থেকে ১৫০ কিমি পর্যন্ত সংবাদমাধ্যম যাতে প্রবেশ না করতে পারে তার জন্য ১৪৪ধারা জারি করা হয়েছে গ্রামে। বুধবারই রাজ্য সরকারের নির্দেশে বিশেষ তদন্তকারী দল হাথরসে পৌঁছে যায় ও গণধর্ষণকাণ্ড মামলায় তদন্ত শুরু করে।
সকালেই এই বিষয়ে টুইট করে সোচ্চার হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইট করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ চেয়েছেন কংগ্রেসের সাধারন সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীও।