মোট আক্রান্তের নিরিখে ব্রাজিলকে পিছনে ফেলে করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় এখন দ্বিতীয় স্থানে ভারত। তারপরেও রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে করোনা। বৃহস্পতিবার যেমন আবারও ৮৬ হাজার পেরিয়ে গেল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৮২১ জন। গতকালের থেকে প্রায় ছ’হাজার বেশি। ওই সময়ের মধ্যে আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪২ হাজার ৭৮৭ ও ৩৩ হাজার ৪১৩। গত দু’মাস ধরেই ওই দু’টি দেশের তুলনায় ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা অনেক বেশি।
দেশে এখনও অবধি আক্রান্ত হয়েছেন ৬৩ লক্ষ ১২ হাজার ৫৮৪ জন। তবে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার কিছুটা কমে হয়েছে ৬.১ শতাংশ।
মোট আক্রান্তের তালিকায় শুরু থেকেই দেশের শীর্ষে মহারাষ্ট্র। দেশের মোট আক্রান্তের ২০ শতাংশেরও বেশি সেখানে। এখনও অবধি ১৩ লক্ষ ৮৪ হাজার জন আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। ৬ লক্ষ ৯৩ হাজার আক্রান্ত নিয়ে দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ। কর্ণাটকেও মোট আক্রান্ত ছ’লক্ষ ছাড়াল। তামিলনাড়ুও ছ’লক্ষ ছুঁইছুঁই। উত্তরপ্রদেশে চার লক্ষ ছুঁতে চলেছে সংখ্যাটা। দিল্লীতে ২ লক্ষ ৭৯ হাজার। উড়িষ্যাতে প্রায় তিন হাজারের ঘরে বাড়তে বাড়তে ২ লক্ষ ১৯ হাজারে পৌঁছেছে। তেলেঙ্গানাতে আক্রান্ত ১ লক্ষ ৯৩ হাজার জন। এ মাসে কেরালার দৈনিক সংক্রমণ বেশ লাগাম ছাড়া। যার জেরে সেখানে মোট আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৬ হাজার জন। বিহার (১.৮২ লক্ষ) ও অাসামেও (১.৮০ লক্ষ) আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য।
ভারতে মৃতের সংখ্যাও ৯৫ হাজার ছাড়়িয়ে দিন দিন আরও বেড়ে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮১ জনের। এ নিয়ে দেশে মোট ৯৮ হাজার ৬৭৮ জনের প্রাণহানি ঘটিয়েছে করোনা। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ৩৬ হাজার ৬৬২ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত্যু ৯ হাজার ৫২০। তৃতীয় স্থানে থাকা কর্ণাটকে মৃতের সংখ্যা আট হাজার ৮৬৪। অন্ধ্রপ্রদেশে করোনা প্রাণ কেড়েছে ৫ হাজার ৮২৮ জনের। উত্তরপ্রদেশ (৫,৭৮৪) ও দিল্লীতে (৫,৩৬১) মোট মৃত্যু বেড়ে চলেছে।যদিও ভারতে কোভিড রোগীদের সুস্থ হওয়ার পরিসংখ্যানটা বেশ আশাব্যাঞ্জক। এখনও পর্যন্ত দেশে মোট ৫২ লক্ষ ৭৩ হাজার ২০১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৩৭৬ জন। এখন ভারতে অ্যাক্টিভ রোগী রয়েছেন ৯ লক্ষ ৪০ হাজার ৭০৫ জন।