গতকাল গোটা দেশেরই করোনা সংক্রমণের ছবিটা বেশ আশাব্যঞ্জক ছিল। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমে এসেছিল ৭০ হাজারে। কিন্তু গত চব্বিশ ঘণ্টায় ফের আক্রান্ত হলেন ৮০ হাজার ৪৭২ জন। আর এই আবহেই আজ শেষ হতে চলেছে আনলক ৪ পর্ব। আগামীকাল অর্থাৎ অক্টোবরের প্রথম দিন থেকেই দেশজুড়ে জারি হবে আনলক ৫ পর্ব। মনে করা হচ্ছে এই পর্বটিও চলবে ১ মাস।
আর এরমধ্যেই দেশজুড়ে জল্পনা, করোনার আবহে শিক্ষাবর্ষকে মসৃণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার কি স্কুল খুলবে কেন্দ্র? বিনোদন জগতের অসুবিধের কথা মাথায় রেখে কি সিনেমাহলগুলি খোলা হবে? প্রসঙ্গত, আনলক ৪ পর্ব অবধি বন্ধ ছিল সিনেমাহল। যদিও ২১ সেপ্টেম্বর থেকে ওপেন থিয়েটারকে খোলার অনুমতি দেওয়া হয়। ইতিমধ্যেই মাল্টিপ্লেক্স অ্যাসোশিয়েশন অফ ইন্ডিয়া থেকে সরকারকে বারবার অনুরোধ করা হচ্ছে শর্ত রেখেই যেন এবার হল চালুর অনুমতি দেওয়া হয়।
অন্যদিকে, তথ্য সম্প্রচার মন্ত্রকের সেক্রেটারি অমিত খারে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রককে অনুরোধ জানিয়েছে, সিনেমাহল খুলে দর্শক আসন বেধে দেওয়া হোক। একটি আসন ছেড়ে অন্যটিতে বসার ব্যবস্থা করা হোক। তবে বাংলায় যে সিনেমাহল কাল থেকেই খুলে দেওয়া হবে, তা আগেই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, বিভিন্ন অনুষ্ঠান, থিয়েটারের ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
আনলক ৪ পর্ব অবধি স্কুল-কলেজও বন্ধ ছিল। তবে বলা হয়, কন্টেইনমেন্ট জোনের আওতাও পড়ে না এমন স্কুলগুলিতে শিক্ষকের পরামর্শ নিতে ছাত্ররা যেতে পারবে। এই স্কুলগুলিতে অনুমতি সাপেক্ষে শুধু নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরই ছাড় দেওয়া হয়। বলা হয় স্কুল আসতে লাগবে অভিভাবকের লিখিত অনুমতি। ২১ সেপ্টেম্বর থেকে আসাম, অন্ধ্র, হিমাচল নাগাল্যন্ডে পরীক্ষামূলকভাবে খুলেছে স্কুল। তবে মনে করা হচ্ছে, এই পর্বে প্রাথমিক স্কুলগুলিকে বন্ধ রেখে অনলাইনেই ক্লাসে জোর দেওয়া হবে গোটা দেশে।