চলতি মাসের ১০ তারিখ তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। এরপর ২০ দিন হোম আইসোলেশনে থাকার পর অবশেষে আজ থেকে ফের কাজে যোগ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। বুধবার টুইট করে সেই কথা নিজেই জানালেন তিনি। একইসঙ্গে জানিয়েছেন, শেষ কয়েক সপ্তাহ বাড়িতে থেকেই অফিসের কাজ সামলিয়েছেন। তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন নগরপাল।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর অনুজ শর্মার করোনা রিপোর্ট পজিটিভ আসার পরেই তিনি হোম কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলেন। তবে সে সময় তাঁর শরীরে কোনও উপসর্গ ছিল না। সামান্য জ্বর থাকায় করোনা পরীক্ষা করান। আর সেই রিপোর্টই পজিটিভ আসে। তারপর থেকে একেবারে বাড়িতেই ডাক্তারের পর্যবেক্ষণে ছিলেন কমিশনার।
ইতিমধ্যে কলকাতা পুলিশের বেশ কয়েকজন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তার মধ্যেও প্রথম সারিতে দাঁড়িয়ে মানুষের সুরক্ষায় লড়াই চালিয়ে গিয়েছে পুলিশকর্মীরা। এখনও রাজ্যের বহু পুলিশ করোনার সঙ্গে লড়ছেন। সম্প্রতি করোনার সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন হরিদেবপুর থানার এএসআই তুষারকান্তি কুলে। আবার বেনিয়াপুকুর থানার ওসি অলক সরকারের মতো অনেকে জয় করেছেন এই মারণ ভাইরাসকে। রাজ্যের মমতা সরকার করোনা মোকাবিলার জন্য কলকাতা ও রাজ্য পুলিশকে আলাদা করে ধন্যবাদ জ্ঞাপনও করেছেন।