আর্থিক কেলেঙ্কারিতে ফের নাম জড়ালো বিজেপির। এবার ১০০ দিনের প্রকল্পের টাকা তছরূপের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার চৌবেড়িয়া ২ পঞ্চায়েতের বিজেপির প্রধানের বিরুদ্ধে। এই ঘটনায় নাম জড়িয়েছে উপ-প্রধান ও সুপারভাইজারেরও। অভিযোগ, কাজ না হওয়া সত্ত্বেও ৯ লক্ষ টাকা তুলে নিয়েছেন অভিযুক্তরা। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে নারাজ অভিযুক্তরা।
স্থানীয়দের কথায়, ওখানে মামুদপুর কলোনিতে পার্বতী খালের প্রায় ২০০মিটার এলাকায় কাজের নাম করে ৯ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে কোনও কাজই হয়নি। দিন দুয়েক আগে এই বিষয়ে মহকুমাশাসক ও ব্লক আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করেন এলাকার একজন। তাঁরা তদন্তের দাবি জানান। এরপর বুধবার মামুদপুরের বাসিন্দারা অভিযুক্তদের শাস্তির দাবিতে পোস্টার হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
তাঁরা বলেন, তাঁদের কাছে খবর রয়েছে যে কাজ হয়েছে দেখিয়ে একশো দিনের কাজের টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু আদতে সেখানে কোনও কাজই হয়নি। স্থানীয় বাসিন্দা শুভাশি হালদারের কথায়, “আমরা বিজেপির পঞ্চায়েত প্রধান নমিতাদেবীকে বারবার বলেছি। কিন্তু উনি আমাদের কথায় কোনও গুরুত্ব দেননি। এরপরই মহকুমা শাসক ও ব্লক আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি।” এ বিষয়ে বিজেপি পরিচালিত সেই পঞ্চায়েতের প্রধান নমিতা রায়কে প্রশ্ন করা হলে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। এরপরই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন তিনি।