মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই সেখানে ফের বিজেপিতে ভাঙন ধরল। এবার গেরুয়া শিবির ত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য। মণীশ কুমার বানিয়া নামে পদ্মশিবিরের সেই নেতার দাবি, বর্তমানে দলে পুরনো নেতাদের কোনও গুরুত্ব নেই। তাই দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি।
সূত্রের খবর, দলের কোচবিহার পার্টি অফিসে এসে এদিন তৃণমূলে যোগ দেন সেই বিজেপি নেতা। এভাবে দলবদলে কিছুটা স্তম্ভিত বিজেপিও। এদিন মণীশবাবুর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতীম রায়। দলবদল করে মণীশবাবু বলেন, বিজেপি পুরনো কর্মীদের আর কোনও দাম নেই। তার ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সমানে সমালোচনা করে চলেছে বিজেপি। তাই তৃণমূলে যোগ দিলাম।
মণীশ বনিয়ার বিজেপিতে যোগদানে বিজেপি সাবধানী প্রতিক্রিয়া দিয়েছে। তাদের দাবি, কাউকে কিছু না জানিয়েই তৃণমূলে যোগদান করেছেন তিনি। কোনও অভিমানে হয়তো এমন করেছেন। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করবে দল। তবে এভাবে একের পর এক জেলায় দলে ভাঙন ধরায় একুশের ভোটের আগে বেশ অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি।