সরকারি হাসপাতালে থাকা সব ধরনের ক্লিনিকাল ও ল্যাবরেটরির সব ধরনের পরীক্ষানীরিক্ষা বিনামূল্যে করে দিয়েছেন সরকার আমজনতার সুবিধার্থে। কিন্তু বেসরকারি ক্ষেত্রে রাজ্যে থাকা বিভিন্ন ক্লিনিক ও ল্যাবরেটরিগুলির ওপর রাজ্য সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই। এই করোনাকালে সেই অভিযোগ আরও বেড়েছে বই কমেনি। তাই এবার রাজ্যের স্বাস্থ্য কমিশন উদ্যোগী হয়েছে এই সব ক্লিনিক ও ল্যাবরেটরিতে হওয়া সব পরীক্ষানীরিক্ষার দাম বেঁধে দেওয়ার জন্য।
রাজ্যের স্বাস্থ্য কমিশন ইতিমধ্যেই এই উদ্দেশ্যে চার সদস্যদের একটি কমিটি গঠন করে দিয়েছে। এই কমিটিই ঠিক করে দেবে কোন পরীক্ষা-নিরীক্ষার জন্য কত খরচ নেওয়া হবে গ্রাহকদের থেকে৷ এই কমিটিতে প্যাথোলজি এবং রেডিয়োলজি ডিপার্টমেন্টের জন্য তিন জন করে চিকিৎসকের নাম ইতিমধ্যেই ঠিক করে দিয়েছে কমিশন। ওই তিন জনের মধ্যে একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক রয়েছেন বলেও জানা গিয়েছে।
কমিশনের তরফে এটাও জানানো হয়েছে যে, পরীক্ষা-নিরীক্ষার খরচ কত হবে তার জন্য এই কমিটি রিজনেবল ইউনিফর্ম পলিসি করবে।
এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান জাস্টিস(অবসরপ্রাপ্ত) অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘পরীক্ষা-নিরীক্ষার বিষয়ে আগে কোভিড রেগুলেটরি অর্ডার-১ ইশ্যু করা হয়েছিল। ওই দিন কোভিড রেগুলেটরি অর্ডার-২ ইশ্যুও করা হয়। ওই অর্ডার অনুযায়ী একটি কমিটি গঠন করা হয়েছে”।