মঙ্গলবার শুরু হচ্ছে উড়িষ্যা বিধানসভার বর্ষাকালীন অধিবেশন। অধিবেশন শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে রাজ্যের ১১ বিধায়কের করোনা ধরা পড়ল। উড়িষ্যা বিধানসভার ডেপুটি স্পিকার রজনীকান্ত সিংও করোনায় আক্রান্ত হয়েছেন বলে সরাকরি একটি সূত্রে নিশ্চিত করা হয়েছে। বিধানসভার অধিবেশন শুরুর ২৪ ঘণ্টা আগে নিয়মমাফিক কোভিড টেস্ট করাতে গিয়ে একসঙ্গে ১২ জনের ভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
ডেপুটি স্পিকার রজনীকান্ত সিং সোমবার নিজেই ট্যুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন। ভুবনেশ্বরের এসইউএম কোভিড হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। এই ক’দিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, প্রত্যেককে তিনি কোভিড টেস্ট করিয়ে নিতে বলেন।
বিধায়ক উমাকান্ত সামান্তরে সোশ্যাল মিডিয়াতেই নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর দেন। জানান, সংক্রামিত জানতে পেরেই বাড়িতে নিজেকে আইসোলেশনে রয়েছেন।
সরকারি সূত্রে খবর, বাদল অধিবেশনে যোগ দেওয়ার আগে মন্ত্রী-বিধায়কদের কোভিড টেস্ট করিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছিল। উড়িষ্যার স্পিকার এসএন পাত্র এই মর্মে নির্দেশ দিয়েছিলেন। যে কারণে একদিনে একসঙ্গে ১১ বিধায়ক ও ডেপুটি স্পিকারের টেস্ট রিপোর্ট পজিটিভ আসে।