কিছুদিন আগেই মহারাষ্ট্রকে মিনি পাকিস্তান বলে জোর বিতর্ক বাঁধিয়েছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার বেঙ্গালুরুকে সন্ত্রাসবাদের আতুঁড়ঘর আখ্যা দিয়ে নয়া বিতর্ক সৃষ্টি করলেন বিজেপির যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য। শনিবার ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। ঠিক তার ২৪ ঘণ্টার মাথায় বিতর্কিত মন্তব্য করে বসলেন তেজস্বী। এর জেরে যুব মোর্চার সভাপতি পদ থেকে তাঁর অপসারণের দাবি তুলল কংগ্রেস।
একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে পুনম মহাজনের স্থলাভিষিক্ত হওয়া এই যুব নেতা বলেন, ‘কয়েক বছর আগেও বেঙ্গালুরু ছিল ভারতের সিলিকন ভ্যালি। আর এখন বেঙ্গালুরু হল সন্ত্রাসবাদের এপিসেন্টার।’ এই মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস। কর্ণাটকের বিজেপি নেতা ডিকে শিবকুমার বলেছেন, তেজস্বী বেঙ্গালুরুর মানুষকে অপমান করেছেন। ওঁর এই মন্তব্যের জন্য এলাকায় হিংসা ছড়াতে পারে। বিজেপি এখনই ওকে বরখাস্ত করুক।
এদিকে যুব মোর্চার নয়া সভাপতির এই মন্তব্য আসলে বিজেপির জন্যও বুমেরাং হয়েছে। কারণ কর্ণাটকে এখন বিজেপির সরকার। দলীয় সাংসদের এই অভিযোগে আইনশৃঙ্খলার প্রশ্নে দায় বর্তায় ইয়েদুরাপ্পা সরকারের ওপরেই। ওই সাক্ষাৎকারে তেজস্বী সূর্য আরও বলেন, ‘আগস্টে কেজে হাল্লি ও ডিজে হাল্লি এলাকায় যে হিংসার ঘটনা ঘটেছিল, তার পিছনেও ছিল সন্ত্রাসবাদীরা।’ তাঁর কথায়, ‘আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করেছি, বেঙ্গালুরুতে আলাদা করে এনআইএ-এর দফতর খোলা হোক। এটা কর্ণাটকের মানুষের অনেক দিনের দাবি।’