আর কিছুদিন পরেই বাঙালিদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই সেই সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা জারি করেছে নবান্ন। আর এবার শহর এবং রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্যও ফেস্টিভ বোনাস ঘোষণা করল সরকার। রাজ্যের যে সমস্ত সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড রয়েছে, যাঁরা নবান্ন ও বিধানসভার খবর কভার করেন, সেই সঙ্গে জেলাতেও এই কার্ডধারী যে সমস্ত সাংবাদিক রয়েছেন তাঁরাই এই বোনাস পাবেন বলে জানা গেছে।
নবান্ন সূত্রের খবর, কীভাবে এই বোনাসের জন্য আবেদন করবেন সাংবাদিকরা, সে সংক্রান্ত সমস্ত তথ্য রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দফতরের প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে টাকার অঙ্ক না থাকলেও, নবান্ন সূত্রের খবর, এই টাকার অঙ্ক হবে ২০০০ টাকা করে। ‘এগিয়ে বাংলা’ রাজ্য সরকারি ওয়েবসাইটে এই নোটিসের পাশাপাশি একটি আবেদনের ফর্মাও দেওয়া হয়েছে ভর্তি করে জমা দেওয়ার জন্য।
সূত্রের খবর, কলকাতার যে সমস্ত সাংবাদিক এই বোনাস পেতে চান, তাঁদের অনুরোধ করা হচ্ছে [email protected] ঠিকানায় ইমেল মারফত আবেদন করতে অথবা নবান্নের ৯১১ নম্বর রুমে আবেদনপত্রের হার্ড কপি পাঠাতে। অন্যান্য জেলার সাংবাদিকরা তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে যোগাযোগ করবেন। আগামী ১০ অক্টোবরের মধ্যে এই আবেদন পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।