রিজার্ভ ব্যাঙ্ক ছাড়াও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং আর্থিক সংস্থার কর্মীদের বেতন থেকে ২০০ কোটিরও বেশি অর্থ দান করা হয়েছে পিএম কেয়ার্স তহবিলে। তথ্যের অধিকার আইনে প্রকাশিত এক রিপোর্টে এমনটাই জানা গিয়েছে।
দেশের অন্তত সাতটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং আরও সাতটি অগ্রণী আর্থিক প্রতিষ্ঠান-সহ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-র থেকেও ওই তহবিলে মোটা অঙ্কের অর্থ জমা পড়েছে। যার মোট পরিমাণ ২০৪ কোটি ৭৫ লক্ষ টাকা।
ওই রিপোর্ট অনুযায়ী, জীবনবিমা নিগম (এলআইসি) এবং জেনারেল ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (জিআইসি) এবং ন্যাশনাল হাউসিং ব্যাঙ্কের জমা অর্থের পরিমাণ ১৪৪ কোটি ৫ লক্ষ টাকারও বেশি। ওই সংস্থাগুলির কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর)-সহ অন্যান্য খাত থেকেও অর্থ ঢুকেছে পিএম কেয়ার্স তহবিলে। শুধুমাত্র জীবনবিমা নিগমই তহবিলে জমা দিয়েছে ১১৩ কোটি ৬৩ লক্ষ টাকা। এর মধ্যে ৮ কোটি ৬৪ লক্ষ টাকা এসেছে ওই সংস্থার কর্মীদের বেতন থেকে। বাকি ১০০ কোটি ‘কর্পোরেট কমিউনিকেশন’ এবং আরও ৫ কোটি টাকা দেওয়া হয়েছে ‘গোল্ডেন জুবিলি ফাউন্ডেশেন’ থেকে।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই তহবিলে সবচেয়ে বেশি অর্থ জমা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এসবিআই জানিয়েছে, তাদের জমা করা ১০৭ কোটি ৯৫ লক্ষ টাকার পুরোটাই এসেছে কর্মীদের বেতন থেকে। অন্য দিকে, আরবিআইয়ের দাবি, তাদের কর্মীরা স্বেচ্ছায় ৭ কোটি ৩৪ লক্ষ টাকা ওই তহবিলে জমা করেছেন।