কৃষি আইন নিয়ে দেশজোড়া বিক্ষোভের মধ্যে এবার জাতীয় স্তরে কংগ্রেস বনাম বিজেপি যুদ্ধ সর্বোচ্চ আকার ধারণ করতে চলেছে। কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি আইন নিয়ে যে বিরোধিতা ও বিক্ষোভ চলছে, এবার সেটারই এসপার-ওসপার করার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। সূত্রের খবর, তিনি সকল কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সরকারের এই আইন অগ্রাহ্য করার বিষয়ে তারা যেন নিজেদের মধ্যে জরুরি ভিত্তিতে আলোচনা করে।
এই আইনের প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই আজ ধর্ণায় বসেছেন কংগ্রেস শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। এই কৃষক আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে বাংলা পাশাপাশি কড়া অবস্থান নিয়েছে পাঞ্জাবও। হরিয়ানাতেও আঁচ পড়েছে যথেষ্ট। পাঞ্জাব সরকার জানিয়ে দিয়েছে তারা এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে।
এই অবস্থায় বরিষ্ঠ কংগ্রেস নেতা কেসি ভেনুগোপাল আজ টুইটে লেখেন, “মাননীয়া কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে সংবিধানের ২৫৪(২) নম্বর অনুচ্ছেদ অনুসারে নিজ নিজ রাজ্যে এই আইন অগ্রাহ্য করার সম্ভাবনাগুলি খতিয়ে দেখতে বলেছেন। কিছু রাজ্যের বিধানসভা একটি কেন্দ্রীয় আইনকে অগ্রাহ্য করার জন্য আরেকটি আইন তৈরির অনুমতি দেয়, রাষ্ট্রপতিকে সেটা মঞ্জুর করতে হয়।”