প্রচলিত ও অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং শিল্প, শিক্ষা ও স্বাস্থ্যের সামগ্রিক উন্নয়নে নিরবিচ্ছিন্ন ও উন্নত পরিষেবা দেওয়াকে পাখির চোখ করেই গত পাঁচ বছরে রাজ্যের বিদ্যুৎ সংবহন ক্ষেত্রে ৩০০০ কোটি টাকা খরচ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থা। আর এবার বিদ্যুৎ বণ্টন পরিকাঠামোকে শক্তিশালী করতে আগামী পাঁচ বছরে আরও ২০,০০০ কোটি টাকা লগ্নী করবে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। শনিবার বণিকসভা সিআইআইয়ের এক অনুষ্ঠানে এ কথা জানান বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, এখন সংবহন সংস্থার অধীনে রাজ্যে ১৪৩টি হাইভোল্টেজ সাবস্টেশন ও বিদ্যুৎ বণ্টন সংস্থার ৭০৫টি সাবস্টেশন রয়েছে। সূত্রের খবর, নতুন লগ্নীর মাধ্যমে ছোট-মাঝারি সাবস্টেশন তৈরি ছাড়াও, আরও বেশি ট্রান্সফর্মার বসানো, বিদ্যুৎ সংবহনের ক্ষতি কমাতে পদক্ষেপ করার ভাবনাচিন্তা রয়েছে। তার পাশাপাশি পরিকল্পনা রয়েছে যান্ত্রিক ত্রুটি ধরতে প্রযুক্তি ভিত্তিক ব্যবস্থা চালু, জেলা শহরগুলিতে ভূগর্ভস্থ কেবল লাইন বসানোর মতো প্রকল্প তৈরিরও। মন্ত্রী জানিয়েছেন, বণ্টন ক্ষেত্রে প্রযুক্তির উন্নয়নে শিলিগুড়িতে ৮ কোটি টাকা ব্যয়ে পরীক্ষামূলক ভাবে স্মার্ট গ্রিড প্রকল্পের কাজ শুরু হয়েছে।