কৃষি আইনের বিরুদ্ধে ধরনায় বসেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। সোমবার ফের একবার কেন্দ্রীয় সরকারের উদ্দেশে আক্রমণ শানিয়েছেন তিনি। অমরিন্দর সিংয়ের কথায়, কেন্দ্রীয় সরকার যেটা করেছে সেটা ‘দেশবিরোধী’।
কৃষি আইনের প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন জারি রয়েছে উত্তর ও পশ্চিম ভারতের নানা অংশে। তবে কৃষি প্রধান রাজ্য হিসেবে পাঞ্জাব যেন এই আন্দোলনের মূল কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে। দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে এই আন্দোলনে শামিল হয়েছেন অমরিন্দর সিং।
অমরিন্দর বলেন, ‘আইএসআই (পাক গোয়েন্দা সংস্থা) সর্বদাই নিজেদের সম্ভাব্য নিয়োগ খুঁজছে। আমার সরকার তিন বছর ধরে ক্ষমতায় থাকার দরুন প্রায় ১৫০ জঙ্গি গ্রেফতার হয়েছে এবং ৭০০-র বেশি অস্ত্র উদ্ধার হয়েছে। পঞ্জাব অনেকদিন শান্ত থেকেছে। এখন কেন্দ্রীয় সরকার বিল পাশ করালো। যদি আপনি কারোর খাবার কেড়ে নেন, তারা কি ক্ষুব্ধ হবে না? ওরা তো তখন আইএসআই-এর টার্গেট হয়ে যাবে।’