রবি-সকালেই ফের গোটা দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেল। যার ফলে কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ লক্ষের দোরগোড়ায় পৌঁছে গেল ভারত। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮ হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছে। যার ফলে দৈনিক সংক্রমণের হারও বেড়ে প্রায় ৯ শতাংশ হয়েছে। আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশ জুড়ে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫৯ লক্ষ ৯২ হাজার ৫৩২ জন।
তবে, সুস্থতার সংখ্যাটাও নেহাত কম নয়। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার শনিবারের তুলনায় সামান্য বেড়ে হয়েছে ৮২.৪৬ শতাংশ। গতকাল তা ছিল ৮২.১৪ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, করোনা থেকে সেরে উঠেছেন মোট ৪৯ লক্ষ ৪১ হাজার ৬২৭ জন। ফলে এই মুহূর্তে সক্রিয় গোটা দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৯ লক্ষ ৫৬ হাজার ৪০২ জন।
বিগত কয়েক মাস ধরেই করোনা সংক্রমণের নিরিখে গোটা দেশের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি মহারাষ্ট্রে। সেখানে এক দিনে আক্রান্ত ২০ হাজার ৪১৯ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। অন্য দিকে, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্নাটকেও সংখ্যাটা নেহাত কম নয়। সেখানে মৃতের সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের। তবে আগের তুলনায় সুস্থতার হার বাংলায় অনেকটা বেড়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।