বলিউডের মাদক যোগের মামলায় আজ এনসিবির অফিসে ডাক পড়েছিল বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছোরে’র নায়িকা ছিলেন শ্রদ্ধা। আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে নাকি সুশান্তের সঙ্গে পার্টি করার কথা স্বীকার করেছেন শ্রদ্ধা। এমনকী সুশান্তকে নাকি তিনি ভ্যানিটি ভ্যানে মাদক নিতেও দেখেছিলেন। কিন্তু নিজে কোনওদিন মাদক নেননি বা মাদক পাচারের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন শ্রদ্ধা। তবে শ্রদ্ধার উত্তরে এনসিবি আধিকারিকরা সন্তুষ্ট নন।
সূত্রের খবর বলছে, জেরায় জয়া সাহার সঙ্গে মাদক চ্যাটের কথা শ্রদ্ধা স্বীকার করে নিয়েছেন। তবে অভিনেত্রীর দাবি, তিনি কখনও মাদক নেননি। এনসিবিকে শ্রদ্ধা জানিয়ছেন, সুশান্তের পাবনার ফার্ম হাউস পার্টিতে মোট ৫-৬জন উপস্থিত ছিলেন। সেখানে ড্রিঙ্ক সার্ভ করা হচ্ছিল। তবে ওই পার্টিতে উপস্থিত ৫-৬ জনের মধ্যে কে কে ছিলেন, সেকথা শ্রদ্ধা জানিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, কিছুদিন আগে শ্রদ্ধা কাপুরের সঙ্গে কাওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্মী জয়া সাহার চ্যাট প্রকাশ্যে এসেছিল। তাতে শ্রদ্ধা তাঁর ম্যানেজার জয়নাল জাভেরি মাধ্যমে কীভাবে সিবিডি অয়েল পাবেন, সেবিষয়ে জিজ্ঞাসা করতে দেখা গিয়েছিল শ্রদ্ধা কাপুরকে।
জানা গেছে আজ ৬ জন আধিকারিক তাঁকে প্রশ্ন করছেন। শ্রদ্ধার ফোন তাকে রাখতে দেওয়া হয়নি। অন্যদিকে হোয়াটসঅ্যাপে (WhatsApp) ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে মাদক সংক্রান্ত চ্যাট করেছেন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে নাকি একথা স্বীকার করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। স্বীকার করেছেন জয়া এবং করিশ্মার সঙ্গে গ্রুপ চ্যাটের কথাও। খবর রটেছিল, হোয়াটসঅ্যাপের ওই গ্রুপের অ্যাডমিন ছিলেন দীপিকা। দীপিকাও জানিয়েছেন তিনি মাদক নিয়ে আলোচনা করলেও মাদক নেননি কখনও।