প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলতে মরিয়া আন্দ্রে রাসেল। শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেই পুরনো মেজাজে নিজেকে তুলে ধরতে চান বিধ্বংসী অলরাউন্ডার। শুক্রবার ম্যাচের আগের দিন নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেন রাসেল।
দ্বিতীয় ম্যাচের আগের দিন নাইট শিবিরে মূল আলোচ্য বিষয়, রাসেলের ব্যাটিং অর্ডার নিয়ে। দলীয় সূত্রে খবর, রান তাড়া করার ক্ষেত্রে তাঁকে নামানো হতে পারে তিন নম্বরে। শেষ ম্যাচে যদিও ছ’নম্বরে নামেন। গত বছর যা নিয়ে অধিনায়ক কার্তিকের সঙ্গে মনোমালিন্য হয় ক্যারিবিয়ান অলরাউন্ডারের। এ বারও প্রথম ম্যাচে একই ভুল করেন কার্তিক।
রাসেল বিশেষ করে স্লোয়ার ডেলিভারির বিরুদ্ধে নিজেকে ঝালিয়ে নেন বলেই খবর। শেষ ম্যাচে যশপ্রীত বুমরার বলে পরাস্ত হয়েছিলেন তিনি। আজ, শনিবার ভুবনেশ্বর কুমার, নটরাজনের বিরুদ্ধে সেই ভুল শোধরানোর সুযোগ তারকা অলরাউন্ডারের।
শুক্রবার স্পিনারদের নিয়ে বিশেষ ক্লাস করেন ডেভিড হাসি ও কাইল মিলস। প্রথম ম্যাচে কুলদীপ যাদব নিজের সেরা ছন্দে ছিলেন না। ৩৯ রান দেন চার ওভারে। মাঝের ওভারগুলোয় রান তুলতে সমস্যা হয়নি রোহিত শর্মাদের। ওয়ার্নারদের বিরুদ্ধে রণনীতি পাল্টে নামতে পারেন কুলদীপ। তাঁকে হয়তো আগের মতো বলে ফ্লাইট দিতে দেখা যাবে না।