গত বছর ৫০ ওভারের বিশ্বকাপেও ডেভিড ওয়ার্নারদের সঙ্গে ইংল্যান্ডে গিয়েছিলেন কেরালার বাঁ-হাতি স্পিনার কে কে জিয়াস। লক্ষ্য ছিল, অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের স্পিনের বিরুদ্ধে তৈরি করে দেওয়া। এবার কুলদীপ যাদবের মোকাবিলায় ওয়ার্নারের দল তৈরি হচ্ছে কেরালার এই চায়নাম্যান স্পিনারকে খেলেই। তবে ওয়ার্নারের অস্ট্রেলিয়া নয়। ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ।
দুবাই থেকে জিয়াস বলছিলেন, ‘‘নিভৃতবাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর থেকেই নেটে বল করা শুরু করেছি। ওয়ার্নার, বেয়ারস্টোরা পরে এল। তার আগে নেটে সবাইকেই বল করেছি আমি। সেটাই তো আমার কাজ।’’
অস্ট্রেলীয় দলে ওয়ার্নারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে সানরাইজার্সের নেট বোলার হিসেবে ডাক পেতে সমস্যা হয়নি জিয়াসের। প্রথম দিন থেকেই তিনি ছিলেন দলের প্রস্তুতিতে।
ঠিক কী ভাবে কেকেআরের চায়নাম্যান বোলার, কুলদীপকে খেলার প্রস্তুতি চলছে সানরাইজ়ার্সের নেটে? জানা গেল, গুগলি করার উপরে জোর দিতে বলা হয়েছে জিয়াসকে। বিশেষ করে ডান-হাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে। চায়নাম্যানের গুগলি বা ‘রং ওয়ান’ ডান-হাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে বাইরে চলে যায়। যে বলটা বুঝতে অনেক ব্যাটসম্যানেরই সমস্যা হয়ে থাকে।