মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিকে কলঙ্কিত করে অকেজো করার চেষ্টা চলছে। এখান থেকে বিখ্যাত লোকজনকে তাড়ানোর পাকাপোক্ত বন্দোবস্ত করতে মরিয়া কেন্দ্র। বদনাম করলেও বলিউডের তারকাদের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করতে কেউ দ্বিধা করেনি। এবার এমনই অভিযোগ শিবসেনার। যে যাই করুক চিত্রনগরীর প্রাসঙ্গিকতা অটুট থাকবে বলে দলীয় মুখপত্র ‘সামনা’য় দাবি করেছে উদ্ধব ঠাকরের দল।
শিবসেনা আরও বলেছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ কয়েকটি রাজ্য নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য এই চলচ্চিত্র জগতের তারকাদেরই তো ব্যবহার করেছেন। গুজরাটে সলমন খানকে নিয়ে ঘুড়ি উড়িয়েছেন মোদী। গুজরাতের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অমিতাভ বচ্চন। সাধারণ মানুষকে আম খাওয়া শেখানোর দায়িত্ব অভিনেতা অক্ষয় কুমারকে দিয়েছিলেন মোদী। মোদীকে নিয়ে তৈরি সিনেমায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়। একটি সিনেমায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের।’ বলিউডি তারকাদের সঙ্গে প্রধানমন্ত্রী ও কেন্দ্রের ঘনিষ্ঠতার একাধিক দৃষ্টান্ত হাজির করেছে শিবসেনা।
শিবসেনা নেতা সঞ্জয় রাউত আজ বলেন, বিজেপির তো উন্নয়ন বা সুশাসনের ইস্যু নেই, তাই এসব দরকার। প্রশ্ন ছুঁড়ে দেন রাউত, কী বেরোল সুশান্তের মৃত্যুর তদন্তে? বস্তুত, সিবিআই তদন্ত থেকে এমন কিছু বেরোয়নি এখনও, যা থেকে বলা যেতে পারে সুশান্তের মৃত্যু আত্মহত্যা নয়, হত্যা। বরং সুশান্তের মাদকাসক্তির খবরও বেরিয়ে এসেছে। সেদিকেই ইঙ্গিত করেন রাউত। তবে বিহারে ভোটের দিন ঘোষণা প্রসঙ্গে তাঁর প্রশ্ন, অতিমারী কি চলে গেছে?