উপত্যকায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন এক আইনজীবী। তিন দিন আগেই কাশ্মীর পুলিশের কাছে সাহায্য চেয়েছিলেন। জানিয়েছিলেন তাঁর প্রাণের ঝুঁকি রয়েছে। এফআইআর দায়ের করতে বলেছিলেন এক ব্যক্তির বিরুদ্ধে। সূত্রের খবর, বছর ৪০-এর ওই আইনজীবীর নাম বাবর কাদরি। বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৬টা নাগাদ শ্রীনগরের হাওয়াল এলাকায় নিজের বাড়িতেই খুন হয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, খুব কাছ থেকে একটিই গুলি চালানো হয়েছে।
সূত্রের খবর, নিয়মিত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিতর্কে অংশ নিতেন আইনজীবী। এছাড়াও স্থানীয় সংবাদপত্রে মতামত বিভাগে নিয়মিত ভাবে লেখালেখি করতেন তিনি। স্থানীয় বিচ্ছিন্নতাবাদীদের বিরাগভাজনও ছিলেন এই আইনজীবী। সেই রোষের কারণেই বাবর কাদরির এই পরিণতি হয়েছে কিনা তা খতিয়ে দেখছে জম্মু-কাশ্মীর পুলিশ।
প্রসঙ্গত, খুন হওয়ার তিন দিন আগে একটি টুইট করেছিলেন আইনিজীবী বাবর কাদরি। একটি স্ক্রিনশট শেয়ার করে এক এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তিনি। বাবর বলেছিলেন শাহ নাজির নামের জনৈক ব্যক্তি তাঁর নামে ভুয়ো খবর রটাচ্ছেন। তিনি লিখেছিলেন, “রাজ্যে পুলিশের কাছে আর্জি জানাচ্ছি শাহ নাজিরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হোক। এই ব্যক্তি মিথ্যে খবর রটিয়ে বলছেন আমি এজেন্সির হয়ে কাজ করি। এই অসত্য তথ্য আমার প্রাণের ঝুঁকির কারণ হতে পারে।” তিন দিনের আগের এটাই ছিল বাবর কাদরির শেষ টুইট। এরপর গতকাল সন্ধ্যায় মারা যান তিনি।
আইনজীবীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এসকেআইএমএস হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় বাবর কাদরির। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে এমন ঘটনা দ্বিতীয়বার ঘটেছে। এর আগে বুধবার রাতে খুন হন ভূপিন্দর সিং নামের এক ব্যক্তি।