মাদক-যোগ মামলায় অভিনেত্রী রাকুলপ্রীত সিং ও দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদ শুরু করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। দীপিকা জিজ্ঞাসাবাদের জন্য শনিবার হাজিরা দেবেন বলে খবর।
শুক্রবার সকালে এনসিবি-র অফিসে হাজির হন অভিনেত্রী রাকুরপ্রীত সিং ও দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশ। রাকুলপ্রীতকে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ সেপ্টেম্বর অর্থাত্ বৃহস্পতিবার ডেকে পাঠানো হলেও সমন পান-নি বলে জানান অভিনেত্রী। বুধবার রাতে হায়দরাবাদ থেকে মুম্বই ফিরে আসেন রাকুল। নিজামের শহরে একটি বিজ্ঞাপনী ফিল্মের শ্যুটিং-এ গিয়েছিলেন তিনি।
সুশান্ত সিং রাজপুতের মাদকাসক্তি ও বলিউডের মাদকযোগ তদন্তে সম্প্রতি টিনসেল টাউনের যে পাঁচ জন জনপ্রিয় ব্যক্তিত্বকে ডেকে পাঠিয়েছে এনসিবি, তাঁদের মধ্যে দীপিকা, রাকুলপ্রীত ও সিমোন ছাড়া রয়েছেন সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুর। এর মধ্যে এনসিবি-র তলব পেতেই গোয়ায় শাকুন বাত্রার ছবির কাজ বন্ধ করে মুম্বই ফিরেছেন দীপিকা। বৃহস্পতিবার রাত ন’টা নাগাদ রণবীর সিং, করিশ্মা প্রকাশ ও তিন আইনি পরামর্শদাতাকে নিয়ে চার্টার্ড ফ্লাইটে বাণিজ্যনগরীতে পৌঁছন তিনি। তবে সূত্রের খবর, এ দিন সকালে দীর্ঘক্ষণ ভিডিয়ো কনফারেন্সিং করে মুম্বইয়ের লিগাল টিমের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। মাদক নিয়ে দীপিকা ও করিশ্মার মধ্যে যে হোয়াটসঅ্যাপ কথোপকথন হয়েছে, সে ব্যাপারেই সম্ভবত তাঁকে জিজ্ঞাসাবাদ করবে এনসিবি।
অন্যদিকে, শুক্রবারই মুম্বইয়ের তিনটি জায়গায় হানা দেয় এনসিবি। ধর্মা প্রোডাকশনের এক্সিকিউটিভ প্রোডিউসার ক্ষিতিজ প্রসাদের বাড়িতে এ দিন হানা দিয়েছিল এনসিবি। তল্লাশি চালিয়ে সেখান থেকে স্বল্প পরিমাণ মারিজুয়ানা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।