ফের ইমরান খান সরকারের উদ্যোগের তীব্র বিরোধিতা করল ভারতীয় বিদেশ মন্ত্রক। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালটিস্তানে প্রাদেশিক আইনসভার ভোটের ঘোষণা করেছে ইসলামাবাদ। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘‘পাকিস্তান সরকারের এই পদক্ষেপের কোনও আইনি বৈধতা নেই। এই প্রক্রিয়ার গোড়াতেই গলদ। কারণ, গিলগিট-বালটিস্তান পাক সেনার দ্বারা অবৈধ ভাবে, জোর করে দখল করা ভূখণ্ড।’’
আগামী ১৫ নভেম্বর গিলগিট-বালটিস্তান প্রাদেশিক আইনসভার ভোটের দিন ঘোষণা করেছে পাক নির্বাচন কমিশন। কিন্তু অনুরাগের যুক্তি, গত অগস্ট মাসে সংসদের অনুমোদন পেয়ে কার্যকর হওয়া জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন অনুযায়ী গিলগিট-বালটিস্তান কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের অবিচ্ছেদ্য অংশ। তাঁর কথায়, ‘‘গিলগিট –বালটিস্তানে ভোট ঘোষণা করে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে পাকিস্তান।’’
ব্রিটিশ জমানায় ‘রাজন্যশাসিত রাজ্য’ জম্মু ও কাশ্মীরের অংশ ছিল কারাকোরাম পর্বত ঘেরা গিলগিট-বালটিস্তান। পাকিস্তান ১৯৪৮ সালে জম্মু ও কাশ্মীর উপত্যকার কিছু অংশের পাশাপাশি ওই অঞ্চলটিও দখল করে। কিন্তু গিলগিট-বালটিস্তানকে পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদের নিয়ন্ত্রণে না এনে ‘ফেডেরালি অ্যাডমিনিস্টারড নর্দার্ন এরিয়া’ নাম দিয়ে সরাসরি কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনা হয়।