মোদী সরকারের নয়া কৃষি বিল চাষীদের ক্রীতদাসে পরিণত করবে। শুক্রবার কেন্দ্রকে আক্রমণ করে এ কথা বললেন রাহুল গান্ধী। পাশাপাশি কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বন্ধ সমর্থন করার আর্জিও জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
এদিন টুইটে রাহুল গান্ধী লিখেছেন, ‘রান্ত জিএসটি নীতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ধ্বংস করেছে। নয়া কৃষি বিলগুলি কৃষকদের ক্রীতদাস বানিয়ে দেবে।’ ‘ভারত বন্ধ সমর্থন করুন – এই আহ্বানও জানিয়েছেন ওয়ানাড়ের কংগ্রেস সাংসদ।
প্রসঙ্গত, রবিবার দু’টি কষি বিল পাশ ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় রাজ্যসভা। ওয়েলে নেমে বিরোধীদের হই হট্টগোল, ডেপুটি চেয়ারম্যানের চেয়ারের সামনে গিয়ে বিক্ষোভ ঘিরে তুলকালাম ঘটে যায়। তার মধ্যেই ধ্বনিভোটে পাশ হয়ে যায় দু’টি বিল। বিক্ষোভ দেখানোয় সাসপেন্ড হন ৮ সাংসদ। বিরোধী সাংসদরা বয়কট করেছেন রাজ্যসভা। তার পরেও আরও একটি বিল পাশ হয়েছে। তিনটি বিলই কৃষকবিরোধী, সংসদীয় পদ্ধতি না মেনে বিল পাশ করানোর মতো একাধিক অভিযোগ তুলে সরব কংগ্রেস, তৃণমূল, সিপিএম-সহ অধিকাংশ বিরোধী দল।
বিল পাশ হয়ে গেলেও বিতর্ক থামেনি। শুক্রবারও পঞ্জাব, হরিয়ানা উত্তরপ্রদেশে কৃষক বিক্ষোভ হয়েছে। তিন রাজ্যের বেশ কয়েকটি কৃষক সংগঠন শুক্রবার ভারত বন্ধের ডাক দিয়েছে। তার মধ্যেই কৃষি বিলের বিরুদ্ধে সুর চড়ালেন রাহুল গান্ধী।