আজ বিকালে হঠাৎই বিধাননগর কর্পোরেশনের প্রধান দফতরে ঘটল ভয়ানক অগ্নিকাণ্ড। সূত্রের খবর, চার তলার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আগুন লাগে। পুরসভার অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু তাতেও আগুন আয়ত্তে না আসায় দমকলমন্ত্রী সুজিত বসুকে ফোন করেন বিধাননগরের মেয়র কৃষ্ণাঙ্গ চক্রবর্তী। এরপরই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও পর্যন্ত খবর, আগুন নিভে গেলেও ধোঁয়া বেরোচ্ছে। কাজ করছেন দমকলকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসুও।
প্রসঙ্গত, আজ বিকালে যখন আগুন লাগে সেই সময়ে বিধাননগর কর্পোরেশনের সদর দফতরের পাঁচ তলায় মেয়র পারিষদ ও বেশ কয়েকজন আধিকারিককে নিয়ে বৈঠক করছিলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তিনি বলেন, “পুরসভার এক কর্মী আমায় ফোন করে খবর দেন। সঙ্গে সঙ্গে আমি নীচে নেমে আসি। পুরসভার নিজস্ব যা পরিকাঠামো তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা হয়। কিন্তু তাতেও আগুন না নেভায় আমি তৎক্ষণাৎ দমকলমন্ত্রীকে ফোন করি।”
তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। মেয়র জানিয়েছেন, প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে এসি থেকেই আগুন লেগেছে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই পুরসভা সূত্রে জানা যাচ্ছে। সামান্য কিছু নথি পুড়ে গিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আগুন নেভার পরেই সে ব্যাপারে বিস্তারিত জানা যাবে। ওই ফ্লোর-সহ গোটা বিল্ডিংয়ের যে সব ঘরে কাজ কর্ম চলছিল, সব ঘর থেকে কর্মীদের বাইরে বের করে আনা হয়।