বিহারে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। যা করোনাভাইরাস প্রকোপের পর প্রথম নির্বাচন হতে চলেছে। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানিয়েছেন, তিন দফায় ভোট হবে। ভোটের দিন ২৮ অক্টোবর, ৩ নভেম্বর এবং ৭ নভেম্বর। ভোটগণনা হবে ১০ নভেম্বর। প্রসঙ্গত, বিহার বিধানসভার মেয়াদ শেষ হবে ২৯ নভেম্বর।
প্রথম দফায় ২৮ অক্টোবর ১৬ টি জেলার ৭১ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। পরের দফায় ৩ নভেম্বর ভোট হবে ৯৪ টি আসনে। তৃতীয় দফায় ৭ নভেম্বর ১৫ টি জেলার ৭৮টি আসনে ভোট গ্রহণ করা হবে।
কোভিড পরিস্থিতি সত্ত্বেও কেন নির্বাচন হচ্ছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন, ‘বিশ্বের অন্তত ৭০ টি দেশে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে যা সংক্রমণের পরিস্থিতি তাতে এটুকু পরিষ্কার যে এখনই পুরোপুরি তা নিয়ন্ত্রণে আসবে না। তা বলে তো গণতান্ত্রিক প্রক্রিয়া অনন্তকালের জন্য বন্ধ থাকতে পারে না। তাই ভারসাম্য রাখতেই নির্বাচন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, যেহেতু কোভিডের কারণে পরিস্থিতি এখন অন্যরকম, তাই কমিশনের রেসপন্সও হবে নতুন ধরনের। ভোট কর্মীদের জন্য ৪৬ লক্ষ মাস্ক, ২৩ লক্ষ গ্লাভস, ৬ লক্ষ পিপিই স্যুট, ৭ লক্ষ ফাইল স্যানিটাইজারের ব্যবস্থা করা হবে। তা ছাড়া ভোট গ্রহণের সময়ও ১ ঘন্টা বাড়ানো হবে। প্রতি বুথে ১৫০০ জন ভোটারের পরিবর্তে ভোট দেবেন ১০০০ জন ভোটার।
আগামী ২৯ নভেম্বরে বিহার বিধানসভার মেয়াদ শেষ হবে। করোনা পরিস্থিতিতে অনেক দলই ভোট পিছিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছিল। কিন্তু নির্দিষ্ট সময় ভোটের বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ কমিশন। সেজন্য গত মাসে একগুচ্ছ নির্দেশিকাও জারি করা হয়েছিল।